ভাইরাল – ওয়াঘা-অটারী সীমান্তে পাকিস্তানি সেনাদের কুচকাওয়াজের প্রস্তুতির এক অদ্ভুত দৃশ্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাঁটুজল, ভাসমান আবর্জনা, প্লাস্টিকের ব্যাগ আর নোংরার মাঝেই পাকিস্তানি রেঞ্জার্সদের মহড়া চলছে। সীমান্তের এক পাশে পাকিস্তানের বেহাল পরিকাঠামো, অন্যদিকে ভারতের অটারী সীমান্ত পুরোপুরি শুকনো ও পরিষ্কার।
ভিডিওতে দেখা যায়, রাস্তায় জমে থাকা ঘোলা জলে দাঁড়িয়ে পাকিস্তানি সেনারা কুচকাওয়াজের অনুশীলন করছেন। এমনকি এক কর্মকর্তা তালি বাজিয়ে সৈন্যদের মনোবল বাড়ানোর চেষ্টাও করছেন। এই ভিডিওটি এক্স (পূর্বতন টুইটার)-এ ‘ফজ়ল আফগান’ নামের একটি হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। পোস্টদাতা লিখেছেন, “পাকিস্তানি রেঞ্জার্স বন্যার জল এবং আবর্জনার মধ্যে অনুষ্ঠান করছে। অন্যদিকে ভারতীয় সীমান্তটি পরিষ্কার এবং শুকনো!”
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকেই মন্তব্য করেছেন, এই দৃশ্য ভারত ও পাকিস্তানের সীমান্ত পরিকাঠামোর পার্থক্য স্পষ্ট করে দেয়। ভারতের সীমান্ত যেখানে সুশৃঙ্খল ও পরিষ্কার, সেখানে পাকিস্তানের পরিস্থিতি বেহাল।
উল্লেখ্য, ২৬ জুন থেকে পাকিস্তানে অবিরাম বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার ফলে কমপক্ষে ৮০২ জন নিহত ও ১,০৮৮ জন আহত হয়েছেন। বন্যা পরিস্থিতি গুরুতর হওয়ায় পঞ্জাব প্রদেশ থেকে দেড় লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
