বিনোদন – তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বাড়িতে ঘটে গেল ন্যাক্কারজনক ঘটনা। তাঁদের একরত্তি কন্যা কৃষভিকে মারধরের অভিযোগ উঠেছে বাড়ির এক পরিচারিকার বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ঘটনা ধরা পড়তেই শিউরে ওঠেন তারকা দম্পতি। দ্রুত সেই পরিচারিকাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে কৃষভি সুস্থ আছে বলে জানিয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী।
গণেশ চতুর্থীর আগে কৃষভির দেখাশোনার জন্য ওই পরিচারিকাকে রাখা হয়েছিল। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায়, মেয়েকে উপুড় করে মারছে পরিচারিকা। শুধু তাই নয়, অভিনেত্রী শ্রীময়ী জানান, বাড়ি থেকেও দামি জিনিসপত্র চুরি গিয়েছে। ঘটনার পর আবাসনের নিরাপত্তারক্ষীর কাছে খোঁজ নিয়ে তাঁরা সঙ্গে সঙ্গে পরিচারিকাকে কাজ থেকে বের করে দেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রথমবার মুখ খুলেছেন কাঞ্চন ও শ্রীময়ী। এক ছবির প্রিমিয়ারে কাঞ্চন বলেন,
“এটি অত্যন্ত অসম্মানজনক ও ন্যাক্কারজনক ঘটনা। শুধু আমার বাড়ির সন্তান নয়, যাঁদের ছোট বাচ্চা আছে এবং আয়া সেন্টার থেকে পরিচারিকা রাখছেন, তাঁরা সকলে সতর্ক থাকুন।”
শ্রীময়ীও ক্ষোভ প্রকাশ করে বলেন,
“একটা ফুলের মতো শিশুকে যে আঘাত করতে পারে, সে যে কোনও সময় আসামি বা খুনীও হতে পারে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আয়া সেন্টারগুলিকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।”
অভিনেত্রী আরও জানান,
“স্টেশন থেকে শুরু করে সর্বত্র ব্যাঙের ছাতার মতো আয়া সেন্টার গজিয়ে উঠছে। সেখানে চলছে কমিশনের খেলা। অনেকেরই আধার বা ভোটার কার্ডের তথ্য সঠিক নয়। এসব বিষয়ে যথাযথ যাচাই হওয়া প্রয়োজন।”
কাঞ্চন আরও অভিযোগ করেন,
“আমার সন্তানের সঠিক দেখাশোনা তো হয়ইনি, উল্টে আমার বাড়ির রেকর্ডিং করা হয়েছে। পরিচারিকার ফোন ঘেঁটে দেখি কৃষভিকে নিয়ে রিল বানিয়েছে। এমনকি বাড়ির পরিচ্ছন্নতাও ছিল একেবারেই অযত্নে।”
ইতিমধ্যেই তারকা দম্পতি পুলিশের দ্বারস্থ হয়েছেন। শ্রীময়ী ও কাঞ্চনের কন্যা কৃষভির যত্নে সারাক্ষণ নজর রাখছেন শ্রীময়ীর মা। শ্রীময়ীর শ্যুট না থাকলে তিনিও বাড়িতে থাকেন। তবে একরত্তিকে একা হাতে সামলানো কঠিন হওয়ায় পরিচারিকাকে রাখা হয়েছিল। কিন্তু সেই আস্থার জায়গাতেই ঘটে গেল বিপত্তি।
বর্তমানে নতুন পরিচারিকা রাখা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষভি এখন নিরাপদ ও সুস্থ রয়েছে।
