ভাইরাল – ব্যস্ত রাস্তায় চলন্ত বাইকে দাঁড়িয়ে এবং হাত ছেড়ে বিপজ্জনক কায়দাবাজি করতে দেখা গেল এক তরুণীকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশ তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করে। তবে শাস্তি সত্ত্বেও তরুণীর আচরণে কোনও পরিবর্তন আসেনি। বরং, তিনি আরও কেরামতির ভিডিও পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১লা আগস্ট থেকে ওই তরুণী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাইক কায়দাবাজির একাধিক ভিডিও পোস্ট করে আসছেন। বেশিরভাগ ভিডিওতেই তাঁকে চলন্ত বাইকে দাঁড়িয়ে বা হাত ছেড়ে বিপজ্জনক স্টান্ট করতে দেখা গেছে। এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই বিষয়টি পুলিশের নজরে আসে এবং তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে এখানেই শেষ নয়। জরিমানা দেওয়ার পরও তরুণী আবারও একটি নতুন ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বলেন, ২০ হাজার কেন, ৪০ হাজার টাকা জরিমানা দিতে হলেও দেবেন, কিন্তু বাইক কায়দাবাজি বন্ধ করবেন না। এই ভিডিওটি আরও বেশি চর্চার জন্ম দিয়েছে।
ভিডিওগুলো ‘_বৈশু_যাদব_২৪’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই লাখো মানুষ ভিডিওগুলো দেখেছেন, লাইক এবং কমেন্টের বন্যা বইছে। তবে নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেরই মত, “জরিমানা করার উদ্দেশ্য হলো মানুষকে ট্রাফিক আইন ভঙ্গ থেকে বিরত রাখা। কিন্তু দুঃখজনক যে কিছু মানুষ শিক্ষা নেন না।” নেটাগরিকদের দাবি, তরুণীর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
