মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের কাবিলপুরে আবারও উত্তেজনা। দীর্ঘদিন ধরে এলাকার বেহাল রাস্তা পুনর্নির্মাণের দাবিতে আন্দোলন চলছিল। এই প্রেক্ষিতে গত ২৪শে আগস্ট সাংসদ খলিলুর রহমান বৈঠকে প্রতিশ্রুতি দেন, জেলা শাসকের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান হবে। সেই অনুযায়ী ২৯শে আগস্ট সাংসদ নিজে কাবিলপুর সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনায় বসেন।
তবে বৈঠকে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়। জেলা শাসক স্পষ্ট জানিয়ে দেন, কাবিলপুরের রাস্তা পিডব্লিউডির আওতায় না গিয়ে পিএনআরডির অধীনে পড়বে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েন কাবিলপুরের প্রতিনিধিরা। বৈঠক শেষে কাবিলপুর হাইস্কুলের সহকারী শিক্ষক মুর্শিদ সারওয়ার জাহান সাংসদের কাছে বিষয়টি নিয়ে অনুরোধ জানাতে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটে। সাংসদের নিরাপত্তারক্ষীরা তাঁকে জোর করে সরিয়ে দেয়।
এই ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এবং ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। ঘটনার প্রতিবাদে ৩০শে আগস্ট সকাল থেকে কাবিলপুর হাইস্কুলের গেটের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হয়। স্থানীয় ছাত্র-যুব সমাজের দাবি, শিক্ষকের প্রতি এই ধরনের অমানবিক আচরণের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক।
