মুর্শিদাবাদ – অন্যান্য বছরের মতো এবছরও শুরু হলো বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা সুতির আহিরণ থেকে শুরু হয়েছে। আজ, ৩১ আগস্ট ভোর পাঁচটায় আহিরণ ঘাট থেকে ৮১ কিলোমিটার বিভাগে জলে ঝাঁপ দেন প্রতিযোগীরা। এই বিভাগে দেশ-বিদেশ থেকে আগত বহু সাঁতারু অংশগ্রহণ করেছেন।
বাঁশি বাজিয়ে সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
প্রতিযোগিতার আয়োজক কমিটি জানিয়েছে, এই সাঁতার প্রতিযোগিতা রাজ্যের অন্যতম গৌরব এবং প্রতিবছর দেশ-বিদেশের প্রতিযোগীদের আকর্ষণ করে। নদীর স্রোত, আবহাওয়া ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে সাঁতারুদের দক্ষতা এবং সহনশীলতার পরীক্ষা নিতেই এই প্রতিযোগিতা বিশেষ গুরুত্ব বহন করে।
