হুগলি – ফের বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলী সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের যান চলাচল। সেতুর কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজ এবং কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে ইস্পাতের বিম বসানোর জন্য রবিবার সারাদিন যান চলাচল বন্ধ থাকবে। হাওড়া সিটি পুলিশ এক নির্দেশিকায় জানিয়েছে, রবিবার ভোর চারটে থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। এর ফলে বহু গাড়িকে ঘুরপথে চলাচল করতে হবে।
কাজ চলাকালীন সময়ে কলকাতামুখী সব গাড়ি ধুলোগর মোড় থেকে নিবড়া, সলপ, পাকুরিয়া, সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলি হাওড়া ব্রিজ ও জি টি রোড ধরে নিবেদিতা সেতুর দিকে যেতে পারবে।
ডানকুনিগামী মালবাহী গাড়ি ছাড়া অন্য সব গাড়িকে বেলেপোল, শৈলেন মান্না সরণি, হাওড়া আমতা রোড হয়ে মাইতি পাড়ার দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া মালবাহী গাড়ি ছাড়া অন্য যানবাহন কাজীপাড়া মোড়, আন্দুল রোড হয়ে আলমপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে পৌঁছাতে পারবে।
এছাড়াও, কলকাতার মধ্যে রবিবার ভোর পাঁচটা থেকে পণ্যবাহী গাড়ির চলাচলও সম্পূর্ণ বন্ধ থাকবে। হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, এই সময় বিকল্প রুটগুলিতে অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে, যাতে গাড়িচালকরা সমস্যায় না পড়েন।
