কলকাতা – পুজোর কেনাকাটার ভিড় ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠেছে। গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান থেকে শুরু করে শহরের প্রায় প্রতিটি মার্কেটে ভিড় উপচে পড়ছে। তবে অনেকেই ভিড় এড়াতে ঘরে বসেই অনলাইনে জামাকাপড়, জুতো, প্রসাধন সামগ্রীসহ অন্যান্য পণ্য কিনছেন। আর এখানেই ফাঁদ পেতেছে সাইবার প্রতারকরা। লালবাজার সাইবার বিভাগের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ৩০টিরও বেশি ভুয়ো ই-কমার্স সাইট চিহ্নিত করা হয়েছে, যেগুলি সোশ্যাল মিডিয়ায় নামী সংস্থার লোগো ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন ছড়িয়ে গ্রাহকদের প্রলুব্ধ করছে।
সম্প্রতি দক্ষিণ কলকাতার এক তরুণী ফেসবুকে একটি পরিচিত সংস্থার বিজ্ঞাপন দেখে ৮ হাজার টাকার জুতো মাত্র ৫ হাজার ৩০০ টাকায় অর্ডার করেন। ইউপিআইয়ের মাধ্যমে টাকা পরিশোধ করলেও নির্ধারিত সময়ে পণ্য না আসায় তিনি সংস্থার কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন। তখনই জানা যায়, তাঁর অর্ডারের কোনও রেকর্ডই নেই। প্রতারিত হয়েছেন বুঝে তিনি কলকাতা পুলিসে অভিযোগ দায়ের করেন। এমন একাধিক অভিযোগ ইতিমধ্যেই লালবাজারে জমা পড়েছে বলে সূত্রের খবর। প্রতারকরা হুবহু আসল সংস্থার মতো ওয়েবসাইট বানিয়ে গ্রাহকদের ভুল পথে পরিচালিত করছে।
এ পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে প্রচার শুরু করেছে কলকাতা পুলিস। সাইবার বিশেষজ্ঞদের মতে, অনলাইনে কেনাকাটার সময় বৈধ ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করা, সন্দেহজনক ছাড়ে সতর্ক থাকা, নিরাপদ পেমেন্ট পদ্ধতি বেছে নেওয়া এবং ওয়েবসাইটের সঠিকতা যাচাই করা জরুরি। অপরিচিত সাইট থেকে কেনার আগে গ্রাহকদের রিভিউ পড়া এবং অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ার অচেনা লিঙ্কে ক্লিক না করা এবং সন্দেহজনক কোনও বিজ্ঞাপন দেখলে তা রিপোর্ট করার নির্দেশ দিয়েছে পুলিশ।
কলকাতা পুলিসের বার্তা স্পষ্ট—”অনলাইনে কেনাকাটার সময় সামান্য সতর্ক থাকলেই সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।”
