কলকাতা – দক্ষিণ কলকাতার হরিদেবপুরের কবরডাঙা মাছের বাজারে সোমবার সকালে উদ্ধার হলো এক যুবকের রক্তাক্ত দেহ। প্রতিদিনের মতো বাজার খুলতে এসে মাছ ব্যবসায়ীরা দেখেন, এক যুবক মাটিতে পড়ে রয়েছেন এবং চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল জুতো। এই দৃশ্য দেখে তাঁরা আতঙ্কিত হয়ে স্থানীয় থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল ঘিরে রেখে শুরু হয়েছে তদন্ত। স্নিফার ডগ ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে।
তবে এখনো পর্যন্ত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রাথমিক অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। তবে হত্যাকাণ্ড বাজারের ভেতরেই ঘটেছে নাকি অন্য কোথাও খুন করে দেহ এখানে ফেলে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
