রাজ্য – রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC) শনিবার রাতে ১,৮০৬ জন ‘দাগি’ চাকরিপ্রাপকের তালিকা প্রকাশ করেছে, যা পরে আরও দুই নাম যোগ করে মোট ১,৮০৮ জনে দাঁড়ায়। এই তালিকা প্রকাশের পর নতুন করে ক্ষোভে ফুঁসছেন চাকরি হারানো ‘যোগ্য’ শিক্ষকরা।
আজ দুপুরে করুণাময়ী থেকে এসএসসি অভিযান (SSC Abhijan) শুরু করবেন তাঁরা। তাঁদের দাবি, তালিকায় ‘দাগি’দের নাম প্রকাশিত হলেও যোগ্যদের চাকরি ফেরত দেওয়ার ব্যবস্থা হয়নি।
আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নতুন নিয়োগ পরীক্ষা রয়েছে। ইতিমধ্যেই ফর্ম ফিলআপ সম্পন্ন হয়েছে, তবে দেখা গেছে তালিকাভুক্ত অনেক ‘দাগি’ প্রার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। ফলে ১,৪০০ জনের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। একাধিক গ্রুপে আবেদনকারীদের মিলিয়ে মোট ২,১৬০টি আবেদনপত্রও বাতিল হয়।
তালিকায় একাধিক তৃণমূল নেতানেত্রী ও প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে, যেমন টিএমসি কাউন্সিলর কুহেলি ঘোষ, প্রিয়াঙ্কা মণ্ডল এবং পিংলার জলচক পঞ্চায়েতের তৃণমূল সভাপতি অজয় মাঝি।
চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল অভিযোগ করে বলেন —
“আমরা দু’বছর ধরে তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম, কিন্তু এখন সুপ্রিম কোর্টের চাপে প্রকাশ করা হলো। অথচ আমাদের ন্যায্য চাকরি ফেরত এখনো হয়নি।”
আরেক শিক্ষক মেহবুব মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন —
“অনেকে বলেছিল চাল-কাঁকড় আলাদা করা সম্ভব নয়, কিন্তু এখন তো হলো। কে চোর, কে সাধু, স্পষ্ট হলো। তবুও আমাদের শাস্তি লাঘব হলো না।”
চিন্ময় ও মেহবুব দু’জনেই আজকের মিছিলে উপস্থিত থাকবেন।
