মালদায় স্কুল থেকে নাবালিকা অপহরণ, উদ্ধার করলেও অভিযুক্ত গ্রেফতার নয়

মালদায় স্কুল থেকে নাবালিকা অপহরণ, উদ্ধার করলেও অভিযুক্ত গ্রেফতার নয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদা – মালদা থানা এলাকার স্কুল থেকে অপহৃত এক নাবালিকা ছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে তার ঠাঁই হয়েছে হোমে। নাবালিকার পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে তাদের মেয়ে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায়। একমাত্র পুত্র সন্তানের মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই এমন ঘটনায় ভেঙে পড়ে পরিবার। তারা মালদা থানায় অপহরণের অভিযোগ দায়ের করলে চারদিন পর পুলিশ নাবালিকাকে উদ্ধার করে। তবে অভিযোগ, এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ।

এদিকে, অভিযুক্ত লাগাতার নাবালিকার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে বলে দাবি পরিবারের। ভয় ও আতঙ্কের মধ্যে থাকা এই পরিবার বাধ্য হয়ে মালদা পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। পরিবারের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা অসহায় বোধ করছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। জেলা পুলিশ প্রশাসনকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে দলটি। বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করা হলে তারা আন্দোলনে নামবে। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল, দাবি করেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটে। তৃণমূলও নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

বর্তমানে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ন্যায়বিচারের প্রত্যাশায় পুলিশের উপর ভরসা রাখলেও অভিযুক্তদের অব্যাহত হুমকি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top