খেলা – ভারতের ক্রীড়াপ্রেমীদের জন্য বড় সুখবর। ব্যাডমিন্টনের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডাব্লুএফ) ঘোষণা করেছে, ২০২৬ সালের আগস্ট মাসে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সোমবার প্যারিসে আয়োজিত চলতি বছরের চ্যাম্পিয়নশিপের সমাপ্তি অনুষ্ঠানে এই ঘোষণা করেন বিডাব্লুএফ প্রেসিডেন্ট খুনিয়িং পাতামা লিস্বাদত্রাকুল এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (বিএআই) জেনারেল সেক্রেটারি সঞ্জয় মিশ্র।
শেষবার ২০০৯ সালে হায়দরাবাদে হয়েছিল ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। প্রায় ১৭ বছর পর ফের ভারতের মাটিতে বসতে চলেছে এই মর্যাদাপূর্ণ মেগা টুর্নামেন্টের আসর। আয়োজক শহর হিসেবে এবার বেছে নেওয়া হয়েছে দিল্লিকে। চলতি বছর প্যারিসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে ভারতকে আগামী আসরের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত করার খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এই সিদ্ধান্তে দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। বিএআই জেনারেল সেক্রেটারি সঞ্জয় মিশ্র বলেছেন, “আমরা আশ্বস্ত করছি, ভারত এই টুর্নামেন্টের আয়োজনের ক্ষেত্রে কোনও খামতি রাখবে না। প্যারিসে যেভাবে নিপুণ দক্ষতা ও বর্ণাঢ্যভাবে আয়োজন করা হয়েছে, ভারতও সেই ধারাকে বজায় রাখবে। দিল্লিতে ব্যাডমিন্টন তারকাদের স্বাগত জানানোর জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
প্রসঙ্গত, চলতি বছরের ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারত মোট ১৫টি পদক জিতেছে, যার মধ্যে একাই পাঁচটি পদক জিতেছেন পিভি সিন্ধু। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের এই টুর্নামেন্ট ভারতের উদীয়মান খেলোয়াড়দের জন্য বড় সুযোগ এনে দেবে। চেনা পরিবেশে, স্বদেশের দর্শকদের সামনে খেলার সুযোগ তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ব্যাডমিন্টনের অবস্থান আরও মজবুত করবে।
