মুর্শিদাবাদ – বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে এবং চোরাচালান প্রতিরোধে তৎপর বিএসএফের কড়া নজরদারি অব্যাহত রয়েছে। তার মধ্যেই মুর্শিদাবাদের রানিনগরে সোনা পাচারের সময় দুই পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। সোমবার দুপুরে রানিনগর থানার রাজানগর ঘাট সীমান্ত এলাকা থেকে ধৃতদের কাছ থেকে প্রায় ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। বাজারমূল্য প্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকা।
ধৃতদের নাম শিবনাথ মণ্ডল এবং নগেন মণ্ডল। বছর পঞ্চাশের শিবনাথের বাড়ি রানিনগর থানার রাজানগরে, আর ৩৫ বছরের নগেনের বাড়ি সাগরপাড়া থানার নতুন বামনাবাদে। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানান, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে শিবনাথকে আটক করা হয়। তাঁর পকেট থেকে উদ্ধার হয় সোনার বিস্কুটগুলি। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে নগেন মণ্ডলের নাম উঠে আসায় তাঁকেও দ্রুত গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুট আনার পদ্ধতিও ছিল সুচারুভাবে পরিকল্পিত। শিবনাথ পদ্মা নদীতে মাছ ধরার অজুহাতে সীমান্ত পেরিয়ে এক বাংলাদেশির কাছ থেকে সোনা সংগ্রহ করেন। এরপর ভারতীয় এক ব্যক্তির হাতে ওই বিস্কুট পৌঁছে দেওয়ার জন্য পাচারের চেষ্টা চলছিল।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে এবং ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। ডোমকলের এসডিপিওর দাবি, পুরো চক্রটি ভেঙে ফেলার জন্য সীমান্ত জুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
