ভাইরাল – ওড়িশার ময়ূরভঞ্জ জেলার দাহিশাহি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। মশারির ভিতর ঢুকে পড়া একটি বিষাক্ত গোখরোর সঙ্গে রাত কাটালেন এক তরুণ, যা ভাবতেই শিউরে উঠছেন স্থানীয়রা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে এক ভিডিয়ো, যা দেখে নেটিজেনদেরও গা শিউরে উঠছে।
জানা গেছে, গ্রামের অনতিদূরে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থাকায় জঙ্গলের কাছাকাছি এলাকায় বাস করেন ওই তরুণ। সেদিন রাতে মশারি টাঙিয়ে মেঝেতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। টানা বৃষ্টির কারণে আবহাওয়া ছিল মনোরম, ফলে ঘুমও হয়েছিল গভীর। কিন্তু সকালে চোখ মেলতেই তিনি আতঙ্কে জমে যান — মশারির ভিতর তাঁর পাশে ঘাপটি মেরে শুয়ে রয়েছে বিশাল একটি গোখরো।
ভয় পেয়ে তরুণটি সঙ্গে সঙ্গে মশারি থেকে বেরিয়ে যান। সারা রাত বিষধর সাপটির এত কাছে থাকার পরও তিনি কামড় খাননি, যা দেখে স্থানীয়রাও বিস্মিত। পরে বনবিভাগে খবর দেওয়া হলে এক কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। তিনি খালি হাতে গোখরোটির লেজ ধরে সেটিকে সাবধানে ঘরের বাইরে বের করেন এবং জঙ্গলের নিরাপদ স্থানে ছেড়ে দেন।
এই ঘটনাটির ভিডিয়ো ‘ধর্মেন্দ্র সিংহ’ নামের এক অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, তরুণটি লাঠি হাতে মশারির ভিতরে প্রবেশ করে গোখরোটিকে সামলাচ্ছেন, পরে লেজ ধরে ঘরের বাইরে নিয়ে যাচ্ছেন সাপটিকে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
সারা রাত মশারির ভিতর তরুণের সঙ্গে থেকে যাওয়ার পরও গোখরোটি কোনো ক্ষতি করেনি দেখে গ্রামবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে অলৌকিক ঘটনা মনে করছেন, আবার অনেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
