কলকাতা: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আজ বিধানসভায় তীব্র বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি পরিষদীয় দল। বিরোধী দলনেতা ও জননেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা একযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সরব হন।
বিজেপি অভিযোগ করেছে, বর্তমান রাজ্য সরকার হিন্দু বিরোধী নীতি গ্রহণ করে সংখ্যালঘু তুষ্টিকরণের রাজনীতি চালাচ্ছে। এই নীতির ফলে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে এবং সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এই অভিযোগে এদিন বিধানসভা প্রাঙ্গণে স্লোগান তুলে বিক্ষোভে অংশ নেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা।
শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তৃণমূল সরকার পরিকল্পিতভাবে বিরোধী দলের কণ্ঠরোধ করছে এবং সাধারণ হিন্দু জনগোষ্ঠীর ওপর অন্যায় চাপিয়ে দিচ্ছে। বিজেপি রাজ্য নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, এই অন্যায় নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন আরও তীব্র হবে।
এদিনের বিক্ষোভে অংশ নেন বিজেপির একাধিক বিধায়ক ও কর্মী-সমর্থকরা। বিধানসভা চত্বরে পুলিশের কড়া নজরদারির মধ্যেও বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দল জানিয়েছে, রাজ্যের মানুষের অধিকারের স্বার্থে তাদের আন্দোলন ভবিষ্যতেও চলবে।
