বিনোদন – টেলিভিশন তারকা আশিস কাপুর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর জন্য পরিচিত এই অভিনেতাকে পুণে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লির সিভিল লাইনস থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক তরুণী।
অভিযোগকারিণীর দাবি, গত ২ আগস্ট দিল্লিতে এক হাউস পার্টির সময় আশিস কাপুর তাঁকে শৌচালয়ের মধ্যে আটকে রেখে যৌন নির্যাতন চালান। ১১ আগস্ট তরুণীটি অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পুলিশের তদন্তে জানা গেছে, আশিসের সঙ্গে আরও কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তিও এই ঘটনায় জড়িত থাকতে পারে।
তদন্তকারী সূত্রে জানা গেছে, অভিযোগকারিণীর সঙ্গে অভিনেতার প্রথম পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। পরবর্তীতে আশিস তাঁকে এক পরিচিত বন্ধুর বাড়িতে আয়োজিত হাউস পার্টিতে আমন্ত্রণ জানান। সেখানেই ঘটে এই অভিযোগিত ধর্ষণের ঘটনা। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার দিন আশিসের সঙ্গে তাঁর এক বন্ধু ও তাঁর স্ত্রীও উপস্থিত ছিলেন।
বর্তমানে আশিস কাপুরকে পুলিশ হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লি পুলিশ জানিয়েছে, হাউস পার্টিতে কারা কারা উপস্থিত ছিলেন এবং ওইদিনের ঘটনার বিস্তারিত জানতে সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল প্রমাণও খতিয়ে দেখা হচ্ছে।
