কলকাতা – সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা মসিউর রহমানকে কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ দল। বুধবার বিকেলে এই অভিযান চালানো হয়। একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ তাঁকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল।
মসিউরের বিরুদ্ধে অভিযোগ, মহিলা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, কটু মন্তব্য করা থেকে শুরু করে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে সংঘর্ষ—সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এর আগেই তৃণমূল নেতৃত্বের তরফে তাঁকে দু’বার পদত্যাগের জন্য নোটিশ পাঠানো হয়েছিল। বিশেষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান তাঁকে দু’দফায় নোটিশ দেন। কিন্তু মসিউর সেই নির্দেশ মানেননি।
দলের নির্দেশ অমান্য করে মসিউর দীর্ঘদিন ধরে কলকাতায় গা-ঢাকা দিয়ে বসে ছিলেন। অবশেষে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে বহরমপুর জেলা জজ আদালতে হাজির করানো হয়েছে।
