বন্ধুদের সঙ্গে মিলিয়ে বাবার টাকা লুটের ছক, গ্রেপ্তার বলাই হালদার

বন্ধুদের সঙ্গে মিলিয়ে বাবার টাকা লুটের ছক, গ্রেপ্তার বলাই হালদার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – বন্ধুদের সঙ্গে মিলে ডাকাতির নাটক সাজিয়ে বাবার টাকা লুটের অভিযোগে গ্রেপ্তার হল পূর্ব কলকাতার প্রগতি ময়দান এলাকার বাসিন্দা বলাই হালদার। আরও তিন বন্ধু—আমন, অজিত ও জিতকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশের সন্দেহ তৈরি হয় এবং সেই সূত্রেই ধরা পড়ে পুরো চক্র। পুলিশের দাবি, বলাইয়ের পরিকল্পনাতেই ঘটেছিল এই নাটকীয় ডাকাতি।

পুলিশ জানিয়েছে, পার্ক সার্কাসে বাড়ি বিক্রির আগাম হিসেবে প্রায় সাড়ে তিন লাখ টাকা সংগ্রহ করেছিলেন বলাই হালদারের মা। টাকা নেওয়ার পর তিনি ছেলের বাইকে চেপে পার্ক সার্কাস থেকে বাইপাস হয়ে ফিরছিলেন। অভিযোগ, পরমা আইল্যান্ডের কাছাকাছি নির্জন জায়গায় বলাই বাইকটি নিয়ে যাওয়ার পরই হঠাৎ তিন যুবক তাদের ঘিরে ধরে। অস্ত্রের মুখে মা ও ছেলেকে ভয় দেখিয়ে ব‌্যাগ ভর্তি তিন লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায় তারা।

এরপর বলাই নিজেই প্রগতি ময়দান থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। কিন্তু সিসিটিভি ফুটেজে ডাকাতদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর বলাইকে থানায় টানা জেরা করা হলে সে ভেঙে পড়ে স্বীকার করে নেয় যে ডাকাতির নাটক আসলে তারই পরিকল্পিত। পুলিশ সূত্রে খবর, বলাই আগেই জানত তার মা বাবার টাকা নিয়ে তার বাইকেই ফিরবেন। সেই তথ্য অনুযায়ী সে তিন বন্ধুর সঙ্গে মিলে ছক কষে এবং পুরো ঘটনাটি সাজানো হয়। নিঁখুত অভিনয়ের কারণে মা-ও বুঝতে পারেননি যে এটি তাঁর ছেলেরই কীর্তি।

পুলিশ বলাইয়ের জবানবন্দি থেকে আমন, অজিত ও জিতকেও গ্রেপ্তার করে। বর্তমানে অভিযুক্তদের জেরা করে লুট হওয়া টাকার সন্ধান ও উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে প্রগতি ময়দান থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top