মাছ-মাংস ছেড়ে নিরামিষাশী পথে দেবচন্দ্রিমা সিংহ রায়

মাছ-মাংস ছেড়ে নিরামিষাশী পথে দেবচন্দ্রিমা সিংহ রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – টলিপাড়ার বহু নায়িকার মতোই এখন নিরামিষ খাবারের দিকে ঝুঁকেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। আগে এই প্রবণতা বলিউডের তারকাদের মধ্যে বেশি দেখা গেলেও, এখন টলিউডের নায়িকারাও ধীরে ধীরে আমিষ খাবার থেকে সরে আসছেন। এই তালিকায় আগেই ছিলেন মিমি চক্রবর্তী, আর এবার যোগ হল দেবচন্দ্রিমার নাম। বাংলা টেলিভিশন ও সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ হওয়া সত্ত্বেও, সম্প্রতি তিনি নিজের খাদ্যাভাসে বড় পরিবর্তন এনেছেন।

দেবচন্দ্রিমা একসময় চিকেন স্যুপ-এর প্রতি ভীষণ দুর্বল ছিলেন। কিন্তু এখন মাছ-মাংসের গন্ধই তাঁকে অস্বস্তি দেয়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অনেক বছর পর উপলব্ধি করেছেন যে পশুহত্যা ঠিক নয়, তাই কয়েক মাস আগে থেকে তিনি আংশিকভাবে আমিষ খাবার ছেড়েছেন। তবে সম্পূর্ণ নিরামিষাশী এখনও হননি। ডিম খাওয়া তিনি চালিয়ে যাচ্ছেন।

অভিনেত্রীর এই সিদ্ধান্তের পেছনে কোনও আধ্যাত্মিক কারণ নেই, আবার কারও অনুকরণও নয়। বরং দেবচন্দ্রিমার বাড়ির দুটি পোষ্যই তাঁর চিন্তাভাবনায় বড় প্রভাব ফেলেছে। ওদের সঙ্গে সময় কাটাতে কাটাতেই তিনি বুঝেছেন যে পশুহত্যা এড়ানো উচিত। যদিও বাড়িতে প্রতিদিন মাংস আসে, তিনি নিজে তা ছুঁয়ে দেখেন না। বর্তমানে তাঁর খাদ্যাভ্যাসে ডিম, পনির এবং ডালই প্রধান উপাদান।

দেবচন্দ্রিমা ছোটবেলা থেকেই পাঁঠার মাংস খেতেন না এবং মাছের প্রতিও খুব বেশি আগ্রহী ছিলেন না। তাই এই খাবারগুলো ছেড়ে দিতে তাঁর বিশেষ কষ্ট হয়নি। যদিও ভবিষ্যতে আবার চিকেন বা মাছ খাওয়ার ইচ্ছে জাগতে পারে কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি দেবচন্দ্রিমা নিজের শাড়ির বুটিক সামলাচ্ছেন এবং ফাঁক পেলেই বেড়িয়ে পড়ছেন ঘুরতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top