কলকাতা – তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নাম ভাঙিয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে শেখ নাজমুল হোদাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার বিকেলে পার্ক স্ট্রিটের একটি নামকরা হোটেল থেকে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে।
তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ধৃত নাজমুল নিজেকে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন এবং দাবি করতেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন। আগামী বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার চেষ্টা করছিলেন।
ঘটনাটি তৃণমূল নেতৃত্বের নজরে আসতেই দলের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। কলকাতা পুলিশ একটি পরিকল্পিত ফাঁদ পেতে অভিযুক্তকে ধরে ফেলে। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার তাকে আদালতে পেশ করার কথা রয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে নাজমুল সক্রিয় ছিল এবং ব্যক্তিগতভাবে ফোন করে বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাইছিল। তার লক্ষ্য ছিল কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ধৃত নাজমুল হোদার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। দলের নাম ভাঙিয়ে প্রতারণা করার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, তদন্তে আরও জানা গেছে যে ধৃত নাজমুলের সঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর একটি পুরনো ছবি প্রকাশ্যে এসেছে। যদিও পুলিশ জানিয়েছে, সেই ছবির সঙ্গে বর্তমান মামলার কোনো সরাসরি যোগসূত্র এখনো পাওয়া যায়নি।
