বিনোদন – ২০২৪ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল দেব অভিনীত ‘খাদান’, আর তার পর থেকেই টলিউড বক্স অফিসে সাফল্যের ঝড় তুলেছেন দেব। গত কয়েক বছর ধরেই ডিসেম্বর মাসে ব্লকবাস্টার ছবির ঝুলি ভরেছেন তিনি। ‘প্রজাপতি’ ও ‘প্রধান’ ছিল পারিবারিক আবহে তৈরি ফ্যামিলি ড্রামা, কিন্তু নাচ-অ্যাকশনে ভরপুর ‘খাদান’ সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছবি ছিল। ছবিটি যখন বাণিজ্যিকভাবে বড় সাফল্য পায়, দেব নিজেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
নিজের অফিসে বসে দেব জানিয়েছেন, “‘খাদান’ ছিল এক্সপেরিমেন্টাল ছবি। সকলে যখন রিয়েলিস্টিক সিনেমার দিকে ঝুঁকছে, তখন এরকম ছবি করার সাহস নেওয়া সহজ ছিল না। খুব ভয় ছিল প্রতিক্রিয়া নিয়ে, কিন্তু মনে হয়েছিল বদলটা দরকার।” তিনি আরও বলেন, “আমি তখন জানতাম না যে, ‘ধূমকেতু’ ২০২৫-এ মুক্তি পাবে। দর্শকের মতো আমিও সেই চমকের সাক্ষী।”
‘খাদান’ চলেছিল বছরের শুরুতে টানা বেশ কয়েক সপ্তাহ। এর পর আগস্টে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’, যা মুক্তির প্রথম দুই সপ্তাহেই বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্য পেয়েছে। দেব বলেন, “‘ধূমকেতু’ আমার জীবনে একটা মিরাকলের মতো এসেছে। ছবিটা দশ বছর আটকে ছিল—তার মধ্যে রাগ, মান, অভিমান, ঝগড়া সবই ছিল। ভাবিনি দর্শক এতটা সেলিব্রেট করবে ছবিটাকে। সকাল সাতটায় হল ভর্তি হওয়া, এই মুহূর্তগুলো আমার জীবনে অমর হয়ে থাকবে।”
৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দেবের ‘রঘু ডাকাত’ ছবির জন্য বেঙ্গল ট্যুর। ‘খাদান’-এর সময় যেমন বাংলার বিভিন্ন প্রান্তে সফর করেছিলেন, তেমনই এবারও একই উৎসাহ দেখা যাচ্ছে। বক্স অফিসে এ বছর ব্লকবাস্টারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে দেব। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কোনওদিন ব্লকবাস্টার হবে বলে ছবি বানাই না। আমার লক্ষ্য শুধু পরিশ্রম করা এবং নিজেকে প্রতিবার নতুনভাবে ভাঙা। ‘রঘু ডাকাত’-এর লুক ও গান নিয়ে অনেক প্রস্তুতি হয়েছে। এই ছবির ক্যানভাসটা আরও বড় করে তোলার চেষ্টা করেছি।”
দেব আরও জানান, “আজকাল আলোচনায় দক্ষিণী ছবির উদাহরণ টানা হয়। কিন্তু আমি চাই বাংলা ছবির গল্প, লুক, অনুভূতি—সব দিক থেকে এগিয়ে থাকুক। ‘খাদান’-এ যে ভালোবাসা পেয়েছি, তার একশো গুণ ফিরিয়ে দিতে চাই দর্শকদের। আমার অনুরোধ, আপনারা আসুন, ছবিটা দেখুন, আমাদের পরিশ্রমটুকু অনুভব করুন।”
