কলকাতা – কলকাতার আবর্জনা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানে বড় পদক্ষেপ নিল পুরসভা। ধাপার পাশেই তৈরি হতে চলেছে এক নতুন, আধুনিক আবর্জনা ফেলার কেন্দ্র, যা ‘স্মার্ট ভাগাড়’ নামে পরিচিত হবে। বহুদিন ধরে এই প্রকল্পের পরিকল্পনা চললেও এবার কলকাতা পুরসভা সরাসরি এর বাস্তবায়নে নেমেছে। প্রায় ৭৩ হেক্টর জমির ওপর গড়ে তোলা হবে এই আধুনিক ময়লা ফেলার কেন্দ্র। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই জমিতে যেসব কৃষক চাষ করতেন, তাদের মধ্যে ৮৮৩ জনকে চিহ্নিত করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেককে প্রতি কাঠা জমির জন্য ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই খাতে বরাদ্দ করা হয়েছে প্রায় ২৭.৫ কোটি টাকা।
গত ৮ই সেপ্টেম্বর মেয়র পরিষদের বৈঠকে প্রকল্পের প্রস্তাবটি তোলা হয় এবং ১০ই সেপ্টেম্বর মাসিক অধিবেশনে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫২০০ মেট্রিক টন আবর্জনা ধাপায় ফেলা হয়। এর মধ্যে হাওড়া পুরসভার প্রায় ৩০০ মেট্রিক টন জঞ্জালও রয়েছে। পাশাপাশি বিধাননগর, দমদম, পানিহাটি ও এনকেডিএর আবর্জনাও ধাপায় ফেলা হয়। এত বিপুল চাপ সামলাতে নতুন ভাগাড় তৈরির প্রয়োজনীয়তা তীব্র হয়ে উঠেছে।
পুর ও নগরোন্নয়ন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, নতুন ভাগাড় হবে সম্পূর্ণ আধুনিক ও পরিবেশবান্ধব। এখানে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা অনুযায়ী রিসাইক্লিং ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নত ব্যবস্থা থাকবে। এর ফলে আবর্জনা নিষ্পত্তি প্রক্রিয়া হবে আরও বিজ্ঞানসম্মত ও নিরাপদ। এক ঊর্ধ্বতন পুরকর্তা বলেছেন, “বেলগাছিয়ার মতো বিপর্যয় যাতে আর না ঘটে, সেজন্যই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।”
স্থানীয় কাউন্সিলর ও বরো চেয়ারম্যানদের সঙ্গে একাধিকবার বৈঠকের পর কৃষকেরাও এই প্রকল্পে সম্মতি জানিয়েছেন। তারা বুঝেছেন, শহরের ভবিষ্যৎ উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য এই পদক্ষেপ অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে, কলকাতা পুরসভার এই প্রকল্প শহরের আবর্জনা ব্যবস্থাপনায় এক নতুন দিশা দেখাবে এবং পরিবেশ রক্ষায় এটি হবে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ।
