সিএবির সভাপতি পদে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সিএবির সভাপতি পদে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খেলা – দুর্গাপুজোর আগেই বাংলার ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয়বার সিএবি সভাপতি হতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ১৪ই সেপ্টেম্বরই তার নাম সভাপতি পদে চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেবেন এবং ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন তোলার সময়সীমা থাকবে। ১৮ তারিখ মনোনয়নগুলির যাচাই প্রক্রিয়া হবে। যদি সৌরভ ছাড়া আর কেউ প্রার্থী না হন, তবে কার্যত নিশ্চিত হয়ে যাবে তার সভাপতি হওয়া। তবে আনুষ্ঠানিক ঘোষণা হবে ২২শে সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভায়, যা অনুষ্ঠিত হবে বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে।

সভাপতি পদে সৌরভ আসীন হলে বর্তমান সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে পদ ছাড়তে হবে। সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস সচিব বা যুগ্ম সচিবের দায়িত্ব পেতে পারেন। যদি তিনি সচিব হন, তবে যুগ্ম সচিব হতে পারেন কালীঘাট ক্লাবের কর্তা বাবলু কোলে। আর যদি সঞ্জয় দাস যুগ্ম সচিব হন, তবে সচিব পদে আসতে পারেন বাবলু কোলে। সহ-সভাপতির দৌড়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক মদন ঘোষ এবং অনু দত্ত। কোষাধ্যক্ষ পদে থাকতে পারেন বেলগাছিয়া ক্লাবের প্রতিনিধি সুব্রত সাহা।

যদিও সৌরভের ঘোষিত বিরোধী হিসেবে অভিষেক ডালমিয়ার নাম রয়েছে, তিনি প্রকাশ্যে মহারাজের বিরোধিতা করছেন না। এমনকি বিশ্বরূপ দে-ও সৌরভের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি ময়দানের বড় বড় ক্লাব থেকে শুরু করে একাধিক জেলা সৌরভকে সমর্থন জানিয়েছে। ফলে অভিষেক গোষ্ঠী বা বিরোধী শিবির থেকে মনোনয়ন জমা দেওয়া হবে বলে আপাতত কোনও ইঙ্গিত নেই।

লোধা কমিশনের নিয়ম মেনে এবার ভোটাভুটি হচ্ছে সিএবিতে। ভবিষ্যতে দেশের ক্রীড়া আইন কার্যকর হলে নিয়মে পরিবর্তন আসতে পারে এবং কুলিং অফের শর্তও হয়তো থাকবে না। সে ক্ষেত্রে সিএবির কমিটিতেও ফের বদল ঘটতে পারে। তবে আপাতত নিশ্চিত, দেশের অন্যতম সফল অধিনায়ক আবারও বাংলার ক্রিকেট প্রশাসনের দায়িত্বভার নিতে চলেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top