কুলদীপ-শিবমের জাদু, অভিষেকের ঝড়—দুরন্ত জয়ে এশিয়া কাপ শুরু ভারতের

কুলদীপ-শিবমের জাদু, অভিষেকের ঝড়—দুরন্ত জয়ে এশিয়া কাপ শুরু ভারতের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – এশিয়া কাপ অভিযান শুরুতেই দুরন্ত জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দেয় সূর্যকুমার যাদবের ছেলেরা। প্রথমে ব্যাট করে মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আমিরশাহি। জবাবে মাত্র ৯ উইকেট হাতে রেখে ১৫.৩ ওভার বাকি থাকতেই লক্ষ্য পূরণ করে ভারত।

দিনের শুরুটা হয়েছিল টসের সৌভাগ্যে। টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টস হারা ভারত অবশেষে জয়ের মুখ দেখল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়।

আমিরশাহির ওপেনার আলিশান শারাফু ও মুহাম্মদ ওয়াসিম প্রথম ওভারে হার্দিক পাণ্ড্যকে আক্রমণ করে ১০ রান তোলেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। চতুর্থ ওভারে যশপ্রীত বুমরাহর বলে শারাফু আউট হন ২২ রানে।

পঞ্চম ওভারে আঘাত হানেন বরুণ চক্রবর্তী। জোহাইব খানকে মাত্র ২ রানে ফিরিয়ে দেন তিনি। পর পর দুটি ধাক্কায় চাপে পড়ে যায় আমিরশাহি।

এরপর নবম ওভারে নেমে আসল ভেল্কি দেখান কুলদীপ যাদব। এক ওভারেই ফেরান তিন ব্যাটারকে। প্রথম বলে আউট রাহুল চোপড়া (৩), চতুর্থ বলে ওয়াসিম (১৯), আর শেষ বলে বোল্ড করেন হরষিত কৌশিককে (২)।

৫০ রানের আগেই অর্ধেক দল প্যাভিলিয়নে ফেরে। মিডল অর্ডার থেকে টেল এন্ডার—কেউই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি।

শিবম দুবে নিজের প্রথম ওভারেই ফেরান আসিফ খানকে (২)। এরপর অক্ষর পটেল আউট করেন সিমরনজিৎকে (১)। আবার শিবম ১৩তম ওভারে জোড়া ধাক্কা দেন। ধ্রুব পরাশর (১) এবং জুনাইদ সিদ্দিকি (০) ফিরিয়ে দেন তিনি।

শেষে কুলদীপ যাদব নিজের দ্বিতীয় স্পেল শুরু করেই ফেরান হায়দর আলিকে (১)। মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় আমিরশাহি। ২.১ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট নেন কুলদীপ। শিবম ২ ওভারে দেন মাত্র ৪ রান, তুলে নেন ৩ উইকেট।

জয়ের জন্য ভারতের লক্ষ্য ছিল ৫৮ রান। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামেন অভিষেক শর্মা ও শুভমন গিল। প্রথম ওভারেই ১০ রান তোলেন দুজন।

চতুর্থ ওভারে বড় শট খেলতে গিয়ে অভিষেক সাজঘরে ফেরেন। জুনাইদ সিদ্দিকির বলে হায়দর আলির হাতে ক্যাচ দেন তিনি। তবে আউট হওয়ার আগে ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন। দুটি চার ও তিনটি ছক্কা ছিল তাঁর ব্যাটে।

প্রথম উইকেট যায় ৪৮ রানে। তবে এর পর শুভমন গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব সহজেই বাকি রান তুলে দেন।

শুভমন ২০ রানে অপরাজিত থাকেন। সূর্যকুমার থাকেন ৭ রানে অপরাজিত। মাত্র ৪.৩ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে ভারত।

ব্যাট ও বলে এমন দাপট দেখিয়ে দুর্দান্তভাবে এশিয়া কাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। কুলদীপ, শিবম ও অভিষেকের ঝলকে একতরফা ম্যাচেই জয় নিশ্চিত হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top