ভাইরাল – ব্যস্ত রাস্তায় ছুটোছুটি করছিল একটি ছোট্ট বিড়ালছানা। আচমকা একটি গাড়ির চাকার তলায় ঢুকে পড়তেই বিপদ আঁচ করেন ট্রাফিক পুলিশ। তিনি সঙ্গে সঙ্গেই হাত দেখিয়ে থামিয়ে দেন গাড়ি। তারপর পা মুড়ে বসে ধৈর্যের সঙ্গে বিড়ালছানাকে উদ্ধার করেন। এই মন ভাল করা দৃশ্যের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
‘স্ট্রেইট্স টাইম্স’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে— পুলিশের দ্রুত বুদ্ধি ও মানবিক পদক্ষেপে প্রাণে বেঁচে যায় বিড়ালছানাটি। প্রথমে গাড়ির তলা থেকে বের হতে চায়নি সে। পুলিশকর্মী ধৈর্য ধরে চারপাশে ঘুরে তাকে ধরার চেষ্টা চালান। অবশেষে বিড়ালছানাকে নিরাপদে উদ্ধার করে আদর করতে করতে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যান তিনি।
ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার সাবাহ এলাকায়। বিড়ালছানা নিরাপদে বেরিয়ে আসতেই ফের সচল হয়ে যায় ব্যস্ত সড়কের যান চলাচল। নেটিজেনরা এই পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ। কেউ লিখেছেন, “ভাগ্যিস বিড়ালছানার দুরন্তপনা ট্রাফিক পুলিশের নজরে এসেছিল, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”




















