খেলা – এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপবিন্যাসে গ্রুপ ‘বি’ তে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল। এই গ্রুপে তাদের সঙ্গী চীনের চ্যাম্পিয়ন ইয়ুহান জিয়াঙ্গদা, ইরানের বাম খাতুন এফসি এবং উজবেকিস্তানের পিএফসি নাসাফ।
ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ১৭ নভেম্বর, ইরানের বাম খাতুনের বিরুদ্ধে আওয়েতে। এরপর ২৩ নভেম্বর নিজেদের মাঠে তারা মুখোমুখি হবে পিএফসি নাসাফের।
প্রসঙ্গত, চলতি মাসেই প্রিলিমিনারি রাউন্ডে কম্বোডিয়ার ফনম ফেনের বিরুদ্ধে ড্র করে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল লাল-হলুদ ব্রিগেড।
