কলকাতা – রাতদুপুরে তুমুল অশান্তি ছড়াল কলকাতার আনন্দপুরে। অভিযোগ, এলাকার গুলশান কলোনিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গুলি চালানো হয়। এই ঘটনায় দু’জন আহত হন। যদিও পুলিশের দাবি, তাঁদের আঘাত গুলি থেকে নয়, রড ও চপারের আঘাতেই হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চলা বিরোধকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। এলাকায় একটি কারখানাকে ঘিরেই দ্বন্দ্ব তৈরি হয়েছিল দুই গোষ্ঠীর মধ্যে। বৃহস্পতিবার রাতে এক গোষ্ঠী এসে কারখানার মালিককে ভয় দেখায়। এর প্রতিবাদ করলে অন্য গোষ্ঠী তাতে বাধা দেয়। সেই বচসাই শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, ঘটনাস্থলে অন্তত তিন রাউন্ড গুলি চালানো হয়।
অশান্তির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। গুলি চলার প্রমাণ খুঁজে পেতে এলাকায় কার্তুজের খোল খোঁজা হচ্ছে। আহতদের মধ্যে একজন কারখানার মালিক বলেও জানা গেছে। আহতদের বয়ান থেকে কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।




















