কলকাতা – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক স্নাতক স্তরের ছাত্রী রহস্যজনকভাবে মারা গিয়েছেন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছের পুকুরপাড় থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে যাদবপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়াতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্য তৈরি হয়।
সূত্রে জানা গিয়েছে, চার নম্বর গেটের কাছে একটি শৌচালয়ের পাশেই রয়েছে পুকুর বা ঝিল। সেখান থেকেই ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। তবে তিনি পুকুরে ডুবে মারা গিয়েছেন নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে হাসপাতাল সূত্রে খবর।
প্রতিদিনের মতোই সেদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ‘ড্রামা ক্লাব’-এর আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রম রাত অবধি চলে। ঠিক সেই আবহেই রাত ১০টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর ফের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংবাদমাধ্যমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ডিন অফ স্টুডেন্টস বাপ্পা মল্লিক জানান, খবর পাওয়া মাত্রই তিনি নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখছেন। ডিন অফ আর্টস সুদীপ সুন্দর দাসও একই কথা জানান, তিনি সহ আরও অনেকে হাসপাতালে উপস্থিত রয়েছেন। তাঁদের কথায়, এই ঘটনার পর অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
