রাজ্য – অক্টোবর মাসেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ। সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই আগামী ১৭ সেপ্টেম্বর রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। জানা গিয়েছে, তিনি বাংলায় এসে বিভিন্ন জেলাও পরিদর্শন করবেন। এর ফলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, খুব শিগগিরই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হতে চলেছে।
এর আগে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছিল, নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার ও রেশন কার্ডের পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ডকেও স্বীকৃতি দেওয়া হোক। মুখ্যসচিব মনোজ পন্থ এ বিষয়ে কমিশনকে চিঠিও পাঠিয়েছিলেন। তবে নির্বাচন কমিশন রাজ্যের সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, বিহারের পর এবার দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চালু করার পরিকল্পনা করছে জাতীয় নির্বাচন কমিশন। সব রাজ্যকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর অক্টোবরেই বিজ্ঞপ্তি জারি হতে পারে। আগামী বছরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে নির্বাচন রয়েছে। তাই এই পাঁচ রাজ্যে আগে থেকেই তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা প্রবল, যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
সম্প্রতি দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেই তিনি তালিকা সংশোধনের প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দেন।
