ভাইরাল – কলেজের অনুষ্ঠানে নাচগানের আয়োজন হয়েছিল, যেখানে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন। সেই মঞ্চেই জনপ্রিয় দক্ষিণী নায়ক প্রভুদেবার মতো অনুকরণ করে দুর্দান্ত নাচ পরিবেশন করে তাক লাগালেন এক তরুণ শিক্ষক। সম্প্রতি সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘গাতালবুম’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়, যেখানে দেখা যায় বেঙ্গালুরুর ওই শিক্ষক মঞ্চে উঠে ১৯৯৪ সালের জনপ্রিয় গান ‘মুকাবলা মুকাবলা’-র সঙ্গে নাচছেন। কখনও এক পাটি জুতো ছুড়ে ফেলছেন, আবার কখনও খুলে রেখে নাচ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রভুদেবার অভিনয় ও নৃত্যশৈলীর দাপট এখনও দর্শকের মনে অম্লান, আর সেই পরিবেশনাকেই নিখুঁতভাবে মঞ্চে ফুটিয়ে তুলেছেন শিক্ষক। ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় হাততালির ঝড় ওঠে। অনেকে প্রশংসায় ভরিয়ে দেন তাকে। এমনকি এক নেটাগরিক মন্তব্য করেন, ‘‘ভুল করে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। নাচকে কেরিয়ার হিসেবে নিলে দারুণ ভবিষ্যৎ হতে পারত তার।’’




















