উত্তর কলকাতার দুর্গাপুজোয় বিশেষ আবেগ, থিমে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

উত্তর কলকাতার দুর্গাপুজোয় বিশেষ আবেগ, থিমে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – উত্তর কলকাতা সর্বজনীন দুর্গোৎসবের এ বছরের থিমে ফিরে আসছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। মৃত্যুর ৩৪ বছর পর তাঁর জন্মভূমি বলরাম ঘোষ স্ট্রিটে অনুষ্ঠিত পুজোয় কেন্দ্রবিন্দু ‘ভদ্র কথা’। ৯৪তম বর্ষে পদার্পণ করা এই পুজোয় প্রথমবার সাবেকি আবহ থেকে বেরিয়ে স্থানীয়রাই ঠিক করেছেন, তাঁদের সন্তান বীরেন্দ্রকৃষ্ণকেই নিবেদন করা হবে এ বছরের থিম।

শিশুকাল কেটেছিল শ্যামবাজার লাগোয়া রামধন মিত্র লেনে। সেখানেই জন্মেছিলেন মহালয়ার সঙ্গে সমার্থক হয়ে ওঠা এই কণ্ঠশিল্পী। তাঁর নামেই তৈরি বীরেন্দ্র মঞ্চে বসানো হবে দেবী দুর্গার প্রতিমা।

পুজো কমিটির সদস্য শুভাশিস চক্রবর্তী বলেন, “বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মুখ হয়তো অনেক নতুন প্রজন্মের কাছে অচেনা, কিন্তু তাঁর কণ্ঠস্বর শুনলেই সবাই চিনে নেয়—উনি মহালয়ার প্রতীক।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top