বিনোদন – দিল্লির গলির ক্রিকেট থেকে আন্তর্জাতিক মঞ্চে চ্যাম্পিয়নের আসনে বসা বিরাট কোহলি অবসরের ঘোষণায় স্তম্ভিত ভক্তরা। টি-টোয়েন্টি বিশ্বজয়ের পর কনিষ্ঠ ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এবার ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করলেন।
কোহলির হঠাৎ এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন শুধু ভারতীয় ভক্তরা নন, প্রতিক্রিয়া জানিয়েছেন তালিবান নেতা আনাস হাক্কানিও। শুভঙ্কর মিশ্রর এক পডকাস্টে হাক্কানি বলেন, “রোহিতের অবসর যুক্তিযুক্ত। কিন্তু কোহলির সিদ্ধান্ত মানতে পারলাম না। ওকে ৫০ বছর পর্যন্ত খেলতে দেখতে চেয়েছিলাম।”
হাক্কানি দাবি করেন, ভারতের মিডিয়ার প্রতি অসন্তুষ্ট হয়েই অবসর নিয়েছেন কোহলি। এদিকে ক্রিকেটবিশ্বে এখনও শচীনের রেকর্ড ভাঙার দৌড়ে রয়েছেন জো রুট। তাই কোহলির বিদায় আরও হতাশাজনক হয়ে উঠেছে।
কোহলির ক্যারিয়ারের একাধিক স্মৃতি আজও উজ্জ্বল—এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস, মেলবোর্নে হ্যারিস রাউফকে মারা দুটি অবিশ্বাস্য ছক্কা, কিংবা আকাশের দিকে তাকিয়ে বাবাকে স্মরণ করা। কোচ রবি শাস্ত্রীর ভাষায়, “কামেথ দ্য আওয়ার, কামেথ দ্য ম্যান।”
অসংখ্য ভক্তের মতোই আজ ক্রিকেটজগৎ প্রশ্ন তুলছে—দেশের প্রত্যাশা কাঁধে নিয়ে খেলা সেই চ্যাম্পিয়ন কেন হঠাৎ সরে গেলেন? কোহলির বিদায়ে মাঠে শূন্যতা তৈরি হয়েছে, যা পূরণ করা সহজ নয়।



















