দ্বিতীয়বার সিএবি সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

দ্বিতীয়বার সিএবি সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – বঙ্গ ক্রিকেট প্রশাসনের ব্যাটন ফের একবার উঠতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সিএবি সভাপতি হতে চলেছেন ‘মহারাজ’। তবে তাঁর মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে রবিবার রাত পর্যন্ত গোপনীয়তা বজায় থাকলেও জানা গিয়েছে, সচিব হচ্ছেন বাবলু কোলে, যুগ্ম সচিব মদন মোহন ঘোষ, সহ-সভাপতি অনু দত্ত এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। শনিবার সিএবি থেকে বেরোনোর সময় সৌরভ বলেন, “আমি সভাপতি পদে লড়ব, এখনও একদিন সময় আছে। তাই প্যানেল নিয়ে এখনই কিছু বলছি না।”

রবিবারই সৌরভ ও তাঁর প্যানেলের সদস্যরা মনোনয়ন জমা দেন। যেহেতু বিরোধী পক্ষ থেকে কেউই দাঁড়াচ্ছেন না, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সিএবি প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন তোলার শেষ দিন, ১৮ তারিখে হবে মনোনয়নপত্র স্ক্রুটিনি। তবে চূড়ান্ত ঘোষণা হবে ২২ সেপ্টেম্বর, যেদিন বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে সিএবির বার্ষিক সাধারণ সভা।

সিএবির একাংশের মতে, সচিব পদে যোগ্যতার বিচারে বাবলু কোলের চেয়ে সঞ্জয় দাস এগিয়ে ছিলেন। পূর্বতন প্রশাসনের সময় তিনিই বহু জটিল কাজ সামলেছিলেন। তবে শেষ পর্যন্ত সৌরভ তাঁর ঘনিষ্ঠদের নিয়েই প্যানেল সাজিয়েছেন।

আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই সিএবি বোর্ডকে জানিয়েছে তাঁর নাম। জাতীয় ক্রীড়া আইন কার্যকর না হওয়ায় লোধা কমিশনের নিয়ম মেনেই নির্বাচন করছে সিএবি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top