মালদা – মালদহে আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়া। তদন্তে নেমে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে প্রথমে তাঁকে আটক করা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি পুরুলিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল তরুণীর। গত সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে আসেন ওই পড়ুয়া। দু’জনে একটি হোটেলে ওঠেন। শুক্রবার সেখানে অসুস্থ হয়ে পড়েন তরুণী। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি, শনিবার তাঁর মৃত্যু হয়।
মৃতার পরিবারের অভিযোগ, তাঁদের জানানো হয়েছিল মেয়ে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। সেখানে পৌঁছে তাঁরা দেখতে পান, তরুণীর মুখ দিয়ে গ্যাজলা জাতীয় পদার্থ বেরোচ্ছিল। তাঁদের দাবি, প্রেমিকই তাঁকে কিছু খাইয়ে খুন করেছে। মৃতার মা আরও অভিযোগ করেছেন, মেয়ের সঙ্গে অভিযুক্তের গোপনে পুরীর জগন্নাথ মন্দিরে বিয়ে হয়েছিল। এর মধ্যে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর থেকেই সম্পর্কে তিক্ততা বাড়ে, দু’জনের ঝগড়াও লেগেই থাকত। তাঁর দাবি, মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়নি, বরং ইচ্ছাকৃতভাবে কিছু খাইয়ে খুন করা হয়েছে।
