হাওড়া – রবিবার ভোররাতে হাওড়ার ধুলাগড়ের জালান কমপ্লেক্স এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি তার তৈরির কারখানার জ্বালানি ট্যাঙ্কারে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দমকলে খবর দেন।
খবর পেয়েই দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা যায়, ভোররাতেই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, কারখানার নাম KEC। ভেতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে আগুন ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়ে গোটা কারখানায় গ্রাস করতে পারে।
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর অবশেষে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। পাশাপাশি কারখানায় পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
