উত্তর 24 পরগনা – উত্তর ২৪ পরগনার জগদ্দলে এক তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি খালের পাশে স্থানীয়রা দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে, ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।
নিহত ওই ব্যক্তি হলেন মহম্মদ ইসহাক ওরফে হীরা কুরেশি। তিনি ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। ভাটপাড়া পুরসভার ভাইস-চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ দাবি করেছেন, “এটা নিশ্চিত খুন। কারা এর সঙ্গে জড়িত তা পুলিশ তদন্ত করুক এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।”
এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। তবে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। এটি কি ব্যক্তিগত শত্রুতার ফল, নাকি এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্গাপূজার আগে এই ঘটনা নতুন করে অশান্তির জন্ম দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তাই এলাকায় শান্তি বজায় রাখতে বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ।
