বিনোদন – টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। প্রেমিক দেবমাল্যের সঙ্গে এ বছরেই সাতপাকে বাঁধা পড়বেন তিনি। যদিও সঠিক তারিখ এখনই জানাতে রাজি নন নায়িকা, তবে জানিয়েছেন খুব শীঘ্রই হবে বিয়ে। পুজোর পর থেকে কেনাকাটা শুরু হবে, আর ডিসেম্বরের মধ্যেই বা আগামী বছরের শীতকালেই সম্পন্ন হবে শুভ কাজ।
কেরিয়ারের শুরুর দিকে অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেছিলেন মধুমিতা। কিন্তু সেই দাম্পত্য সুখের হয়নি, বেশ কয়েক বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ ঘটে। কয়েক বছর একাই থাকার পর দেবমাল্যের সঙ্গে সম্পর্কে জড়ান নায়িকা। টলিপাড়ায় তাঁদের প্রেমের গল্প ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু।
স্ত্রীর দ্বিতীয় বিয়ের খবর শুনে সৌরভ একেবারেই বিরক্ত নন। বরং তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সবদিক দিয়ে শুভেচ্ছা রইল মধুমিতার জন্য।” যদিও আগে বলেছিলেন এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না, এবার প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানালেন তিনি।
২০১৯ সালে মধুমিতা ও দেবমাল্যের প্রথম দেখা হলেও তখন যোগাযোগ এগোয়নি। পরে হঠাৎ করেই পুনর্মিলন, আর সেখান থেকেই শুরু প্রেম। এক বছরে তাঁদের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এদিকে মধুমিতা দীর্ঘ বিরতির পর ফের টেলিভিশনে কামব্যাক করেছেন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন নীল ভট্টাচার্য।
সব মিলিয়ে মধুমিতা ও দেবমাল্যের সম্পর্ক এখন ফুলে ফলে ভরপুর। খুব শীঘ্রই দ্বিতীয় বসন্তে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী।
