বিনোদন – অভিনেতা অঙ্কুশ হাজরার পর এবার বেটিং অ্যাপ কাণ্ডে নাম জড়াল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর। অবৈধ অনলাইন বেটিং অ্যাপ 1xBet–এর প্রচারে যুক্ত থাকার অভিযোগে তাঁকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমিকে ১৫ সেপ্টেম্বর কলকাতায় ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও ১৬ সেপ্টেম্বর দিল্লির ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে।
ইডি সূত্রে খবর, এই বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল অর্থ লেনদেন হয়েছে। ইতিমধ্যেই বলিউড ও ক্রিকেট জগতের একাধিক তারকা যেমন রণবীর কাপুর, শিখর ধাওয়ান, সুরেশ রায়নাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ, প্রচারের বিনিময়ে অভিনেতা-অভিনেত্রীরা আর্থিক সুবিধা নিয়েছিলেন এবং সেই টাকা হাওয়ালা পথে ঘোরানো হয়েছিল। মাসখানেক আগেই ইডি ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তালিকায় রয়েছেন অভিনেতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কয়েকজন ক্রিকেটারও।
উল্লেখযোগ্যভাবে, মিমি চক্রবর্তী সম্প্রতি নতুন ছবি রক্তবীজ ২-এর প্রচারে ব্যস্ত। এক সাক্ষাৎকারে অঙ্কুশের ইডি ডাক নিয়ে মন্তব্য করতে চাননি তিনি। তবে সমনের খবরে টলিউডে শুরু হয়েছে জোর জল্পনা। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক ফটোশুট ও ছবি প্রচার যেমন আলোচনায়, তেমনই বেটিং অ্যাপ কাণ্ডে ইডির ডাক এখন কেন্দ্রবিন্দুতে।
