ভাইরাল – নয়ডার সেক্টর ওয়ানে এক বাড়ির রান্নাঘরের সিলিংয়ের আলোর ভিতরে ঢুকে পড়ল হাত দু’এক লম্বা গোখরো। হঠাৎ সাপ দেখে আতঙ্কিত হয়ে প্রায় ৩৬ ঘণ্টা নিজেদের ঘরের ভিতরে বন্দি থাকতে বাধ্য হলেন পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা পৌঁছে টানা কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে উদ্ধার করেন সাপটিকে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো রঙের সরু সাপটি আলো খোপের ভিতর এদিক-ওদিক নড়াচড়া করছে। প্রথমে পরিবারের লোকজন এটিকে বিদ্যুতের তার ভেবেছিলেন। পরে নড়াচড়া করতেই ভুল ভাঙে। রান্নাঘরের ভিতরে সাপ থাকার কারণে পরিবারের কেউ সাহস করে সে দিকে পা রাখেননি। সবাই উপরের তলায় আশ্রয় নেন।
ঘটনার খবর পেয়ে এক সাপ ধরার কর্মী এবং বন দফতরের দল আসে। ছাদে একটি পাউডার জাতীয় রাসায়নিক ব্যবহার করার পর গোখরোটি বেরিয়ে আসে। তবে কীভাবে সাপটি সিলিংয়ের আলোয় ঢুকল, তা এখনও স্পষ্ট নয়।
বুধবার সন্ধ্যায় বনকর্মীরা সাপটি নিরাপদে উদ্ধার করেন। সেই দৃশ্যের ভিডিয়ো ‘মণীশকেতিওয়ারি৮১’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়ার পর নেটমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। বহু নেটাগরিক বিস্ময় ও আতঙ্ক প্রকাশ করেছেন।



















