মুম্বইয়ে ফের মনোরেলের যান্ত্রিক গোলযোগ, যাত্রীদের মধ্যে আতঙ্ক

মুম্বইয়ে ফের মনোরেলের যান্ত্রিক গোলযোগ, যাত্রীদের মধ্যে আতঙ্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুম্বাই – মহারাষ্ট্রে টানা বৃষ্টির মাঝেই শুক্রবার সকালে বড়সড় সমস্যার মুখে পড়ল মুম্বই মনোরেল। ওয়াডালা অঞ্চলে চলন্ত অবস্থাতেই হঠাৎ থেমে যায় একটি রেক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আচমকা ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত সকলকে নিরাপদে নামানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে মনোরেল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা যান্ত্রিক গোলযোগের কারণেই ট্রেন মাঝপথে থেমে যায়। বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখযোগ্য, এর আগে গত মাসেও একই ধরণের ঘটনা ঘটেছিল। সেবার চেম্বুর ও ভক্তি পার্ক স্টেশনের মাঝপথে একটি রেক আটকে পড়ে প্রায় দুই ঘণ্টা ধরে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঝুলে থাকা সেই ট্রেনে ছিলেন ৪০০-রও বেশি যাত্রী। আতঙ্কিত যাত্রীদের উদ্ধার করতে দমকলকর্মীদের নামতে হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, বারবার এই ধরণের বিপত্তি যাত্রীদের মধ্যে ভরসা নষ্ট করছে। মুম্বই দেশের একমাত্র শহর যেখানে মনোরেল পরিষেবা চালু রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পরিষেবার উপর নির্ভরশীল। প্রতিটি কোচে বসতে পারেন ১৮ জন এবং দাঁড়িয়ে যেতে পারেন প্রায় ১২৪ জন যাত্রী। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘন ঘন বিপর্যয় ঘটায় রক্ষণাবেক্ষণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে কর্তৃপক্ষের আরও কড়া পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top