এশিয়া কাপে ভারতের স্পিন ভেলকিতে ১২৭ রানে গুটিয়ে গেল পাকিস্তান

এশিয়া কাপে ভারতের স্পিন ভেলকিতে ১২৭ রানে গুটিয়ে গেল পাকিস্তান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – এশিয়া কাপ ২০২৫-এর হাই-ভোল্টেজ ম্যাচে ব্যাট হাতে ভরাডুবি পাকিস্তানের। ভারতীয় বোলারদের সামনে একেবারেই দাঁড়াতে পারেননি বাবরবাহিনী। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়ার বলে সায়েম আয়ুব ক্যাচ দিয়ে ফেরেন। এরপর মোহাম্মদ হ্যারিসকেও ফিরিয়ে দেন বুমরা। ক্রমাগত উইকেট পড়তে থাকায় একসময় মনে হচ্ছিল পাকিস্তান হয়তো দু’অঙ্ক ছুঁতেও পারবে না। তবে ওপেনার সাহিবজাদা ফারহান (৪০) কিছুটা লড়াই করলেও দলের ভরসা জোগাতে ব্যর্থ হন বাকিরা। শেষদিকে শাহিন আফ্রিদির অপরাজিত ৩৩ রানের ইনিংস পাকিস্তানকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। ফকর জামান (১৭), ফাহিম আশরাফ (১১) ও সুফিয়ান মুকিম (১০) ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। অধিনায়ক সলমন আগা ফের ব্যর্থ হন, মাত্র ৩ রানেই আউট হন তিনি।

ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব (৩/১৮) ও অক্ষর প্যাটেল (২/১৮) দুর্দান্ত স্পিন ভেলকি দেখান। এছাড়া বুমরা (২/২৮), হার্দিক পান্ডিয়া (১/৩৪) ও বরুণ চক্রবর্তী (১/২৪) নিয়মিত বিরতিতে উইকেট তুলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

অবশেষে ভারতীয় বোলারদের দাপটে ১২৭ রানেই থেমে যায় পাকিস্তান। এখন নজর, ভারতীয় ব্যাটাররা এই ছোট লক্ষ্য তাড়া করে কতটা সহজে জয় তুলে নিতে পারেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top