কলকাতায় প্রধানমন্ত্রীর আগমন, ফোর্ট উইলিয়ামে শুরু হচ্ছে যৌথ সেনাপতি সম্মেলন

কলকাতায় প্রধানমন্ত্রীর আগমন, ফোর্ট উইলিয়ামে শুরু হচ্ছে যৌথ সেনাপতি সম্মেলন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর-পূর্ব ভারতের সফর শেষ করে তিনি সরাসরি কলকাতায় আসেন। এরপর বিমানবন্দর থেকে রাজভবনে যান তিনি। তাঁর এই সফরকে ঘিরে শহরে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। সোমবার থেকে ফোর্ট উইলিয়ামে শুরু হচ্ছে তিন দিনের ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বয়ং।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, স্থল, নৌ ও বায়ু— তিন বাহিনীর সমন্বয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই সম্মেলনে। দেশের তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য শীর্ষ সেনা কর্তারা এতে যোগ দেবেন।

সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান। এছাড়াও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রকের উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিও প্রত্যাশিত।

প্রধানমন্ত্রীর আগমনের আগে থেকেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। তিন বাহিনীর শীর্ষ কর্তাদের উপস্থিতি এই সম্মেলনের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। দেশের প্রতিরক্ষা ও কৌশলগত দিক থেকে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top