বিহার – বিহারে এনডিএ ফের ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন কি নীতীশ কুমার? নাকি মহারাষ্ট্রের একনাথ শিন্ডের মতো তাঁকেও সরিয়ে দেবে বিজেপি?—নতুন করে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির আঙিনায়।
মঙ্গলবার পূর্ণিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পরই জল্পনা আরও বাড়ে। প্রধানমন্ত্রী ১৩ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেও ভাষণে নীতীশের নাম একবারও মুখ্যমন্ত্রী পদে উল্লেখ করেননি, এমনকি রাজ্যের উন্নয়নের কৃতিত্বও দেননি।
অন্যদিকে নীতীশ কুমার সভার শুরুতেই প্রধানমন্ত্রীর উদ্দেশে কাতর সুরে বলেন, ‘‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর শিবির বদল করব না। ভুল করেছি, ক্ষমা চাইছি।’’ কিন্তু তাঁর এমন বক্তব্য সত্ত্বেও প্রধানমন্ত্রীর নীরবতা জেডিইউ শিবিরে অস্বস্তি বাড়িয়েছে।
প্রকাশ্যে মুখ না খুললেও জেডিইউ-র একাধিক মন্ত্রী-বিধায়ক ক্ষোভ প্রকাশ করেছেন। এনডিএর ভেতরেই তাই প্রশ্ন উঠছে—নীতীশ কুমার কি সত্যিই ফের মুখ্যমন্ত্রী হবেন? নাকি ভোট-পরবর্তী পরিস্থিতিতে বিজেপি ভিন্ন সিদ্ধান্ত নেবে?
