কলকাতা – কলকাতা পুরসভা ও টালা প্রত্যয়ের যৌথ উদ্যোগে পুজো মণ্ডপে চালু হতে চলেছে এক অত্যাধুনিক পরিবেশবান্ধব যন্ত্র ‘ইকোজেনিক’। এর বিশেষত্ব হলো, মণ্ডপ ও আশেপাশের জমে থাকা কঠিন বর্জ্যকে সরাসরি ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তরিত করা যাবে।
মেয়র ফিরহাদ হাকিম এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন, প্রাথমিকভাবে পাঁচ টন বর্জ্য নিয়ে পরীক্ষামূলক প্রকল্প শুরু হচ্ছে। সফল হলে ভবিষ্যতে হাইওয়ের ধারে ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাতেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে।
এই যন্ত্রের মূল সুবিধা হলো, বর্জ্য দূরে সরিয়ে নিয়ে যেতে হবে না। যেখানে বর্জ্য তৈরি হচ্ছে, সেখানেই তা প্রক্রিয়াকরণ করে কাঠকয়লা তৈরি করা সম্ভব। উৎপাদিত এই কাঠকয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস, সিমেন্ট কারখানা ও অন্যান্য শিল্পক্ষেত্রে জ্বালানি হিসেবে কাজে লাগানো যাবে।
মেয়র জানান, এই অভিনব প্রকল্প কার্যকর হলে শহরের বর্জ্য ব্যবস্থাপনা অনেক সহজ হবে এবং পরিবেশ সুরক্ষায় বড় ভূমিকা নেবে। তিনি টালা প্রত্যয়কে এই যুগান্তকারী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
