হুগলি – চলন্ত ট্রেনেই মাতৃত্বের স্বাদ পেলেন উল্টোডাঙার এক তরুণী। সোমবার রাত সাড়ে ৯টার পর, ঝিরঝিরে বৃষ্টির মাঝে আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জেনারেল কামরায় জন্ম নিল নবজাতক। খবর পেয়ে হুগলির কামারকুণ্ডু স্টেশনে কর্তব্যরত জিআরপি দ্রুত ট্রেন থামিয়ে মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আপাতত দু’জনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, কামারকুণ্ডু স্টেশনে তল্লাশি চলাকালীন খবর আসে যে ট্রেনের শৌচালয়েই প্রসব করেছেন এক মহিলা। অসহায়ভাবে কামরার বাইরে দাঁড়িয়ে ছিলেন সদ্য বাবা হওয়া নয়ন মোল্লা (২১), লেকটাউনের বাসিন্দা। সঙ্গে সঙ্গেই মহিলা পুলিশ ও স্বামীর সহায়তায় মা ও নবজাতককে ট্রেন থেকে নামানো হয়।
পরে তাঁদের স্ট্রেচারে প্ল্যাটফর্ম থেকে বাইরে এনে জিআরপির গাড়িতে করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মা ও শিশু দু’জনেই নিরাপদ। বিপদের মুহূর্তে রেল পুলিশের দ্রুত পদক্ষেপে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



















