দক্ষিন 25 পরগণা – দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া ঝুপড়ি দোকানগুলিতে মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ফুট ওভারব্রিজ এবং আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনও স্পষ্ট নয়।
প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সকাল সাড়ে সাতটা নাগাদ দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়ায় আরও দুটি ইঞ্জিন যোগ হয়। মোট চারটি ইঞ্জিন ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
রেল সূত্রে জানা গিয়েছে, প্ল্যাটফর্মের ফুট ওভারব্রিজ সংলগ্ন একটি বেআইনি দোকান থেকেই আগুনের সূত্রপাত বলে সন্দেহ। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি দোকানে। আতঙ্কে প্ল্যাটফর্ম ও সংলগ্ন এলাকায় যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে হইচই পড়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণে আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। দমকল আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনলেই পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন শিয়ালদহ ডিপিও একলব্য চক্রবর্তী।
