জলপাইগুড়ি – দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের জঙ্গল। ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্যপ্রাণীর প্রজননকালীন কারণে বনভ্রমণ বন্ধ থাকে। এবার ফের জঙ্গল খোলার সঙ্গে সঙ্গেই পর্যটকদের ঢল নেমেছে।
সামনেই দুর্গোৎসব। তাই পুজোর ছুটিতে পাহাড়, জঙ্গল, নদী ও বন্যপ্রাণী দেখতে ডুয়ার্সে পর্যটকদের ভিড় উপচে পড়বে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই জঙ্গল খোলার দিনে পর্যটকরা প্রবেশের সময় লাড্ডু বিতরণ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও জিপসি চালকদের দাবি, এই সুযোগে ডুয়ার্সের অর্থনীতি ফের চাঙা হবে। জিপসি চালকরাও দেশ-বিদেশের পর্যটকদের আহ্বান জানাচ্ছেন, পুজোর ছুটিতে ডুয়ার্সে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য।
