দিল্লি – উত্তরপ্রদেশের গোরক্ষপুরে নৃশংসভাবে খুন হলেন নিট পরীক্ষার্থী দীপক গুপ্ত। অভিযোগ, গরু পাচারকারীদের পিছু ধাওয়া করার সময় তিনটি গাড়িতে আসা একদল পাচারকারী তাঁকে ধরে প্রথমে মারধর করে, পরে গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে গুলি করে খুন করে। মৃত্যুর নিশ্চয়তা দিতে তাঁর মাথার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়।
পরে মৃতদেহ গ্রাম সংলগ্ন স্থানে ফেলে রেখে পালায় অভিযুক্তরা। দেহ উদ্ধার হতেই উত্তেজনা ছড়ায়, রাস্তায় অবরোধ ও বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এক পাচারকারীকে ধরে বেধড়ক মারধরও করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলাতে গেলে ধস্তাধস্তিতে দুই পুলিশকর্মী আহত হন।
পুলিশ জানিয়েছে, খুনে জড়িত পাচারকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকায় কড়া নিরাপত্তা জারি হয়েছে। প্রশাসনের আশ্বাস, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।
