কলকাতা – তৃণমূল কংগ্রেসে কাউকে যোগদান করাতে হলে আগে জানাতে হবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও আই প্যাককে—এই মর্মে কড়া নির্দেশ জারি করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদ খলিলুর রহমান। আশঙ্কা, বিজেপির চক্রান্তে দলে ‘বেনোজল’ ঢুকে অশান্তি ছড়াতে পারে, তাই সতর্কতামূলক এই পদক্ষেপ।
নির্দেশ অনুযায়ী, নতুন সদস্যকে দলে নিতে হলে জানাতে হবে তিনি কোন দল থেকে আসছেন, কী পদে ছিলেন, কোথায় ও কবে যোগদান হবে—সব তথ্য। এরপর অভিষেকের অফিসের সবুজ সংকেত মিললেই কেবল তাঁকে তৃণমূলে নেওয়া যাবে। খলিলুরের আরও নির্দেশ, ব্লক ও টাউন স্তরে নতুন সভাপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত আপাতত কাউকে দলে নেওয়া যাবে না।
