প্রধানমন্ত্রী – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনকে ঘিরে গুজরাটে আয়োজন করা হয় এক বিশেষ রক্তদান শিবির। ‘নমো কে নাম’ নামে এই অভিযানে একদিনেই রেকর্ড সংখ্যক রক্ত সংগ্রহ করে গড়া হয়েছে নতুন বিশ্ব রেকর্ড। সরকারি কর্মচারী সংগঠনগুলির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এক দিনে ৫৬,২৬৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়, যা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের জন্মদিনে এত বৃহৎ পরিসরে রক্তদানের এক বিরল নজির।
রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিজে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং পরে এক্স-এ লেখেন, এই উদ্যোগ মানবতা ও রাষ্ট্রীয় চেতনার প্রতীক। স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি এই ঘটনাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তাঁর কথায়, এত বিপুল পরিমাণ রক্ত সংগ্রহ কেবলমাত্র একটি রেকর্ড নয়, এটি সামাজিক সংহতির দৃষ্টান্তও বটে।
প্রধানমন্ত্রীর জন্মদিন দেশজুড়ে ‘সেবা দিবস’ হিসেবে পালিত হয়, আর গুজরাটে এই রক্তদান কর্মসূচি সেই উদযাপনকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিল।
