জলপাইগুড়ি – জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা এলাকায় ফের চিতাবাঘের হানা। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠোন থেকে রায় নামে ১২ বছরের এক কিশোরকে টেনে নিয়ে যায় চিতাবাঘ। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, পরপর চিতাবাঘের হামলা রুখতে বন দফতর কেন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নাগরাকাটা থানার আইসি ও বনকর্মীরা।
এর আগেও দক্ষিণ খেরকাটা থেকে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। ইতিমধ্যেই দু’টি চিতাবাঘ খাঁচাবন্দি হলেও নতুন হামলায় ফের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে।
